নবদ্বীপ চাঁদের আজি আনন্দ দেখিয়া।
চিরদিন পরে মোর জুড়াইল হিয়া।।
শচীসূত উনমত প্রেম-সুখে কয়।
মোর আজু যত সুখ কহিল না হয়।।
চিরকাল বিরহ-জনিত যত তাপ।
সো মুখ-দরশনে ঘূচল আপ।।
ঐছন অমৃত কহত গোরামণি।
রাধামোহন তছু যাউক নিছনি।।