নবদ্বীপ-চাঁদ চাঁদ জিনি সুন্দর
নাগর বিদগধ-রাজ।
আনন্দ-রূপ অনুপম গুণগুণ
আনন্দ-বিতরণ কাজ।।
হরি হরি হামারি মরণ অব ভাল।
সো যদি সুখময় কেলি উপেখিয়া
বিরহ-ভাবে খেপু কাল।।
কত অনুতাপ প্রলাপহুঁ কতবিধ
অপরূপ কত উনমাদ।
কত বেরি মোহ হোয়ত পুন ঘন ঘন
দশমি-দশা পরমাদ।।
ভাগে ভকতগণ উচ হরি বোলত
তেঞি বুঝি ফিরয়ে পরাণ।
মরু রাধামোহন অনুবাদ ঐছন
যাতে করু ইহ রস গান।।