নাচত গৌর রাস-রস অন্তর
গতি অতি ললিত ত্রিভঙ্গী।
বরজ-সমাজ রমণিগণ যৈছন
তৈছন অভিনয়-রঙ্গী।
দেখ দেখ নবদ্বীপ মাঝ।
বাওত গাওত মধুর ভকত শত
মাঝহি বর-দ্বিজরাজ।।ধ্রু।।
তা তা দ্রিমি দ্রিমি মাদল সু-বাজত
ঝুনু ঝুনু নূপুর রসাল।
রবাব বীণা আর সর-মণ্ডল
সুমিলিত কর করতাল।।
এ হেন আনন্দ না হেরিয়ে ত্রিভুবনে
নিরুপম প্রেম-বিলাস।
ও সুখ-সিন্ধু পরশ কিয়ে পাওব
কহ রাধামোহন দাস।।