নিজ নিজ মন্দিরে করল পয়ান।
শয়ন কয়ল পূন কোই না জান।।
অকপট প্রেমক বন্ধ।
দুরজন সকল নয়ন করু অন্ধ।।
প্রাতর উচিত করণ করু রাই।
তেজল পিত বাস অঙ্গ লাগাই।।
সুগন্ধি তৈল লাগাই করু স্নান।
যশোমতি-মন্দির করল পয়ান।।
রন্ধন করি পুন ভোজন করাই।
সহচরি সঙ্গে তহিঁ অবশেষ পাই।।
গোঠ-বিজয় দরশনে ধনি গেল।
রাধামোহন সঙ্গে করি নেল।।