নিতাই কেবল পতিত জনার বন্ধু।
জীব চিরপুণ্যফলে বিধি আনি মিলায়ল
তরঙ্গিত পিরীতের সিন্ধু।।ধ্রু।।
দিগ নেহারিয়া যায় ডাকে পহুঁ গোরারায়
অবনী পড়বে মুরছিয়া।
নিজ সহচর মেলে নিতাই করিয়া কোলে
কাঁদে পহুঁ চাঁদমুখ চাহিয়া।।
নব গুঞ্জারুণ আঁখি প্রেমে ছল ছল দেখি
সুমেরু উপরে মন্দাকিনী।
মেঘ গভীর নাদে পুনঃ ভায়া বলি ডাকে
পদভরে কম্পিত ধরণী।।
নিতাই করুণাময় জীবে দিল প্রেমচয়
যে প্রেম বিধির অবিদিত।
নিজ গুণে প্রেমদানে ভাসাইলা ত্রিভুবনে
বাসদেব ঘোষ সে বঞ্চিত।।