নিতাই-পদ-কমল কোটি-চন্দ্র সুশীতল
যার ছায়ায় জগৎ জুড়ায়।
হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাঞি
দঢ়াইয়া ধর নিতাইর পায়।।
সে সম্বন্ধ নাঞি যার যাউ সেই ছারে খার
বিদ্যা কুলে কি করিব তার।
মজিয়া সংসার কূপে নিতাই না বলিল মুখে
সেই পশু বড় দুরাচার।।
অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাসরিয়া
অসত্যকে সত্য করি মানি।
ব্রজে রাধাকৃষ্ণ পাবে চৈতন্য করুণা হবে
ভজ নিতাই-চরণ দুখানি।।
নিতাই-চরণ সত্য তাহার সেবক নিত্য
তাহে মন সদা কর আশ।
নরোত্তম বড় দুঃখী নাথ মোরে কর সুখী
রাখ রাঙ্গা চরণের পাশ।।