নিতাই রঙ্গিয়া ঢুলিয়া ঢুলিয়া
নগরে বাজারে ফিরে।
গৌরাঙ্গ বলিতে করুণ নয়ানে
পয়োধি বারিদ ঝরে।।
খঞ্জন নয়ান সতত ঘূর্ণিত
গুপ্ত উজ্জ্বল প্রেম।
কেতকী কনক নিছনি কতেক
বদন শরদ হেম।।
কুটিল কুন্তল গন্ধ মনোহর
চামর গরব নাশে।
অমিয়া মাধুরী পিরীতি চাতুরী
নাগরী মোহন বেশে।।
(উদ্ধত) কেশরী গর্জন সঘন
গমন কুঞ্জর জিতি।
নিতাই দেখিয়া আদর করয়ে
(পহু লছমীর) পতি।।
কত রস সুখে মগন হইল
বাড়ল আনন্দ কন্দ।
দোহক আবেশে দুহ ভাবাবেশে
সভাই হেরিয়া ধন্দ।।
সুখের সায়র নিতাই (ঠাকুর)
গৌর পিরিতি নদী।
দুহু এক অঙ্গ প্রেমের তরঙ্গ
(উতল) রসের দধি।।
অবনী মাঝারে বিনোদ বিহারে
নবীন নাগরী সাজ।
রসরাজ রূপ রসের স্বরূপ
সাধিতে (আপন) কাজ।।
মহাভাবরূপ ভাবিত হইয়া
কেবল ভাবিনী পারা।
নীলরতন দামিনী মিলন
ঐছন রূপের গারা।।
নাগরীর প্রেম পরশ করিয়া
করিলে আপন পারা।
এই সে কারণে বুঝিতে বিষম
সদাই যাহাতে ভোরা।।
ভাবের আবেশে যেবা ছিল শেষে
ভিতরে রসের লতা।
নিতাই তাহাতে কুসুম বিকাশে
নবীন (মুকুল) পাতা।।
নবীন তমাল কনকে মণ্ডিত
আনন্দ রসের ফল ।
বিহগ অরুণ চাহত সঘনে
অমিয়া রসের জল।।
নিতাই কারণ যতেক মরম
কেবল গোপত ফল।
কহে নরোত্তম এই সে তরঙ্গ
বুঝিতে নাহিক বল।।