নিতি নিতি যাও রাই মথুরা নগরে।
ঘৃত দধি দুধ ঘোলে সাজাঞা পসারে।।
আমি পথে মহাদানী বিদিত সংসারে।
কার বোলে কোন ছলে যাও অবিচারে।।
দেহ মহাদান রাই বসিয়া নিকটে।
এক পণ অধিক কাহন প্রতি বটে।।
চিরদিন আছে দান সমুখে আমারি।
অঙ্গে বহুমূল ধন আর নীল শাড়ী।।
সিঁথার সিন্দুর দান কহনে না যায়।
নয়ানে কাজলরেখে ধরণী বিকায়।।
কি বলিবে বল রাই না সহে বেয়াজ।
তুমি ধনী আমি দানী ইথে কিবা লাজ।।
ঈষত চাহনি হাসি আধ আধ কথা।
জ্ঞানদাস কহে ধনি বাঁধ প্রেমলতা।।