নিদেঁ নিদায়লি বালা।
নিশি বাসর জাগি ভৈ গেল দুর্বলা।।
তড়িত-লতাবলি রামা।
রতিরণছরমে ঘরমে ভেল শ্যামা।।
আলস নিদভার অঙ্গ অথীর।
সম্বরু না কুর পীতম চীর।।
কহ কবিশেখর রায়।
ধরম সরম লাগি ওড়নি ভায়।।
নিদেঁ নিদায়লি বালা।
নিশি বাসর জাগি ভৈ গেল দুর্বলা।।
তড়িত-লতাবলি রামা।
রতিরণছরমে ঘরমে ভেল শ্যামা।।
আলস নিদভার অঙ্গ অথীর।
সম্বরু না কুর পীতম চীর।।
কহ কবিশেখর রায়।
ধরম সরম লাগি ওড়নি ভায়।।