নিদেঁ নিদায়লি বালা।
নিশি বাসর জাগি ভৈ গেল দুর্বলা।।
তড়িত-লতাবলি রামা।
রতিরণছরমে ঘরমে ভেল শ্যামা।।
আলস নিদভার অঙ্গ অথীর।
সম্বরু না কুর পীতম চীর।।
কহ কবিশেখর রায়।
ধরম সরম লাগি ওড়নি ভায়।।