নিধুবনে শ্যামবিনোদিনী ভোর।
দুহুঁক রূপের নাহিক উপমা
প্রেমের নাহিক ওর।।ধ্রু।।
হিরণ কিরণ আধ বরণ
আধ নীলমণি-জ্যোতি।
আধ উরে বন- মালা বিরাজিত
আধ গলে গজমোতি।।
আধ শ্রবণে মকর কুণ্ডল
আধ রতন ছবি।
আধ কপালে চান্দের উদয়
আধ কপালে রবি।।
আধ শিরে শোভে ময়ূর শিখণ্ড
আধ শিরে দোলে বেণী।
কনককমল করে ঝলমল
ফণী উগারয়ে মণি।।
মন্দ পবন মলয় শীতল
কুণ্ডল উড়য়ে বায়।
রসের পাথারে না জানে সাঁতার
ডুবল শেখর রায়।।