নিধূবন-সমরে অবশ দুহুঁ অঙ্গ।
শূতল দহুঁ -জন রতন-পালঙ্ক।।
শ্রীরূপমঞ্জরী সখিগণ সঙ্গে।
নিজ নিজ সেবন করতহি রঙ্গে।।
প্রেমভরে অলসল লোচন-জোর।
ঘুমল রাই কানু করি কোর।।
দুহুঁ-ভুজ দুহুঁ জন কন্ঠহিঁ নেব।
মনমথ-তূণ শূন ভই গেল।।
সবহুঁ সখীগণ শয়নহি কেল।
হেরি নরোত্তম আনন্দ ভেল।।