নিরদয় হে তুমি আর কি ব্রজে যাবে না।
মাছোড় মা ফেলে পাশরিলে বাণি।
নন্দ যশোমতি অন্ধ লোটায় ধরণি।।
মথুরাতে রাজা হৈলে রাজছত্র মাথে।
ছিদাম আদি বেড়ায় কেন্দে শিরে দিয়ে হাথে।।
কি সুখে শয়ন কর রতন পর্য্যাঙ্কে।
বিধুমুখি পড়ে আছে যমুনার পঙ্কে।।
কি সুখে শয়ন কর রতন মন্দিরে।
যমুনা তরঙ্গ বহে রাইয়ের নয়নের নীরে।।
বনে থাক ধেনু রাখ রাখালিয়া মতি।
তুমি কী রাখিতে পার রাধার পিরিতি।।
ধরে তোমার লয়ে যাব কে রাখিবে দেখি ।
গোবিন্দদাস কহে ছল ছল আঁখি।।