নিরমল গোরাতনু কষিল কাঞ্চন জনু
হেরইতে ভৈ গেলুঁ ভোর।
ভাঙ ভুজঙ্গমে দংশল মঝু মন
অন্তর কাঁপয়ে মোর।।
সজনি যব হাম পেখলুঁ গোয়া।।
আকুল দিগ্ বিদিগ্ নাহি পাইয়ে
মদন লালসে মন ভোরা।।ধ্রু।।
অরুণিত লোচনে তেরছ অবলোকনে
বরিষে কুসুম শর সাধে।
জীবইতে জীবনে থেহ নাহি পাওলুঁ
ডুবলুঁ গঙ্গা অগাধে।।
মন্ত্র মহৌষধি তুহুঁ যদি জানসি
মঝু লাগি করবি উপায়।
বাসুদেব ঘোষে কহে শুন শুন ওহে সখি
গোরা লাগি প্রাণ মোর যায়।।