নিশিপরভাতে
বসি আঙ্গিনাতে
বিরস বদনখানি।
গৌরাঙ্গচাঁদের
হেন ব্যবহার
এমতি কভু না জানি।।
সই এমতি করিল কে।
গোরা গুণনিধি
বিধির অবিধি
তাহারে পাইল সে।।ধ্রু।।
কস্তুরি চন্দন
করি বরিষণ
গাঁথিয়া ফুলের মালা।
বিচিত্র পালঙ্কে
শেজ বিছাইনু
শুইবে শচীর বালা।।
হে দে গো সজনি
সকল রজনী
জাগিয়া পোহালুঁ বসি।
তিলে তিনবার
দণ্ডে শতবার
মন্দির বাহিরে আসি।।
বাসু ঘোষ বলে
গৌরাঙ্গ আইলে
এখনি কহিব তারে।
হেথা না আয়ল
রজনী বঞ্চল
আছিল কাহার ঘরে।।