পদউধ কাক কোকিলের ডাক
জাগিয়ে যামিনী শেষ।
তুরিতে নাগর গেলা নিজ ঘরে
বাঁধিতে বাঁধিতে কেশ।।
অবশ আলিসে ঠেসনা বালিসে
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
বসন ভূষণ হয়েছে বদল
তখন উঠিয়া দেখি।।
ঘরে মোর বাদী শাশুড়ী ননদী
মিছা তোলে পরিবাদ ।
জানিলে এখন হইবে কেমন
বড় দেখি পরমাদ।।
চণ্ডীদাস কহে শুনলো সুন্দরী
তুমি যে বড়ুয়ার বহু।
শ্যামের মোহন মায়ার কারণ
লখিতে নারিবে কেহ।।