”পশরা নামাও রাধা।
এ নব বয়সে বিকে পাঠাইতে
তিলেক নহিল বাধা।।
তোর নিজ পতি তার হেন রীতি
তোরে পাঠাইল বিকে।
কেমনে ধৈরয ধরিয়া আছয়ে
সে হেন পাষাণ বুকে।।
যাউক তাহার ধনে পড়ু বাজ
এ হেন সম্পদ ছাড়ি।
তাহার নাহিক মায়া দয়া মোহন
সে অতি কঠিন বড়ি।।
বৈস বৈস রাধে রসের মোহিনী
বসনে করি যে বায়।
সোণার বরণ রবির কিরণে
পাছে মিলাইয়া যায়।।
ভয় অতি মনে উঠিছে সঘনে
শুনহ সুন্দরী রাই।
চাঁদ মুখখানি মলিন হয়েছে”
চণ্ডীদাসে গুণ গাই।।