পাগলা কানাই বলে ও মন রসনা বুঝাইলে বুঝ্ মানে না।
ভবে আসা যাওয়া যে যন্ত্রণা জান্লে আর ভবে আস্ তাম না।
আসি বইলে আইছো ভবে ভাব্ছ যাওয়া হবে না।
আশায় আশায় দিন ফুরালো কাল শমন নিকটে আইলো
সরকারী শমন আইসে যে সময় বাঁধবে কষে,
কাঁদবি তুই একা বইসে, তোর কাঁদন কেউ তো শুনবে না।
তাই বুঝে করো সাধনা দিন অন্তে কেউ রবে না;
শুদ্ধমায়ার প্রেমে খাও মিছরিদানা ও কেবল গোবরের ছানা।
তাই বুঝিয়া সাধু মোহন্ত অসাবধানে ডোবে না
কেউ হচ্ছে রাজ্য ত্যাগী কেউ হচ্ছে অনুরাগী
কত জন হয় বৈরাগী সংসারের আশা রাখে না।
অধীন পাগলা কানাই কয়, মন পাগ্লা কেনে করো অবহেলা,
চোখ বুঁজে দেখ ডুবলো বেলা, ছাড়ো কাম রসের খেলা,
শমন যদি দমন করো ভজরে চিকণ কালা
পাগলা কানাই কয়, শোন্রে কোরবান আলী বৃথা ভবে আইলি গেলি
আপন ধন পরকে দিয়ে, এখন কেঁদে লও ঝোলা।