পাহুন আএল ভবানী বাঘ ছাল
বইসএ দিঅ আনী।।
বসহ চঢ়ল বুঢ় আবে।
ধুমুর গজাএ ভোজন হুনি ভাবে।।
ভসম বিলেপিত আঙ্গে।
জটা বসথি সির সুরসরি গাঙ্গে।।
হাড়মাল ফনিমাল শোভে।
ডবরু বজাব হর জুবতিক লোভে।।
বিদ্যাপতি কবি ভানে।
ও নহি বুঢ়বা জগত কিসানে।।
পাহুন আএল ভবানী বাঘ ছাল
বইসএ দিঅ আনী।।
বসহ চঢ়ল বুঢ় আবে।
ধুমুর গজাএ ভোজন হুনি ভাবে।।
ভসম বিলেপিত আঙ্গে।
জটা বসথি সির সুরসরি গাঙ্গে।।
হাড়মাল ফনিমাল শোভে।
ডবরু বজাব হর জুবতিক লোভে।।
বিদ্যাপতি কবি ভানে।
ও নহি বুঢ়বা জগত কিসানে।।