পিয় বিরহিনি অতি মলিনি
বিলাসিনি কোনে পরি জীউতি রে।
অবধি ন উপগত মাধব
অব বিস পিউতি রে।।
আতপচর বিধু রবিকর।।
চরন কি পরসহ ভীমারে।
দিন দিন অবসন দেহ।
সিনেহক সীমারে।।
পহর পহর জুগ জামিনী
জামিনী জগইতে রে।
মূরছি পরএ মহি মাঁঝ
সাঁঝ সসী উগইতে রে।।
বিদ্যাপতি কহ সবতঁহ
জান মনোভব রে।
কেও জনু অনুভব জগজন
বিরহ পরাভব রে।।