পুনঃ বলরাম রোহিণী-নন্দন
ধরিল ধবল কায়া।
হল কাঁধে করি আনন্দে মগন
করিল বাজির ছায়া।।
পুনঃ তা তেজিয়া বৌদ্ধ অবতার
হইল মূরতি তিন।
জগন্নাথ আর ভগ্নী সহোদর
সুভদ্রা তাহাতে চিহ্ন।।
বলরাম পুনঃ হইলা তখন
দেখি বৃকভানু রাজে।
দেখিয়া মূরতি পরম পিরিতি
পাওল সে সভামাঝে।।
পুনঃ তা তেজিয়া কল্কী অবতার
ধরেন মূরতি কায়া।
অশ্বের উপরে ধরি দুইকরে
সংহার অনুপ ছায়া।।
নানা অবতার করিল সত্বর
দেখিয়া মোহিত মন।
দশ অবতার ভেদ দেখাইল
দ্বিজ চণ্ডীজাস কন।।