প্রভাত হইল সবাই জাগিল

প্রভাত হইল সবাই জাগিল
গুরুবিত জনা।
গৃহ কাজ যত সব সমাধিয়া
আন পথে আনাগোনা।।
গৃহ মাঝে গিয়া দেখি এল ধেয়া
শ্যামের চূড়ার মালা।
নীল অতসীর ফুল তাহে ছিল
তা দেখি হইল জ্বালা ।।
আর কাল জাদ তা দেখি বিষাদ
উঠিল বিরহ আগি।।
নয়ন অঞ্জন মুছিল তখন
হইয়া বিরহ রাগি।।
খেলে শ্যাম রায় পথ পানে চায়
গৃহ কাজে নাহি মন।
কখন হরষ কখন বিরস
কি বলিতে কিবা কন।।
সময় হইল গোঠে যায় পাল
মনেতে পড়িয়া গেল।
পুরুষ রঙ্গেতে করিতে বেকত
তাহার লাগিয়া ভেল।।
কল কল শুনি রাই বিনোদিনী
গবাক্ষে বদন দিয়া।
চণ্ডীদাস কহে কানু হেমমালা
তুরিতে দেখহ গিয়া।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ