প্রভু বিনে মদন বাণে মন হইল উদাসিনী।
সজনী হৃদয়ে জ্বলিলরে বিচ্ছেদের আগুনি।
ভাসিয়া ফিরিলু লাম্ব সায়র, সুতের শেওলা বরাবর।
নিরমুলি সায়র হনে তরাও প্রভু রবগনি।
ঢেউর হুঙ্কারে নদী শব্দ হাহাকার, তাতে বাণের সঞ্চার ।
নাগের গর্জন আর অন্ধকার যামিনী।
মথুরার নগরে প্রভু রইল ব্রজপুর, হইল মধ্যে সমদুর।
দরশনের নৌকা দিয়া ভর তরাও নীলমণি।
ব্রজপুর রমণীবাসী কতই আদরিনী আমি গোকুল কলঙ্কিনী।
মথুরায় রহিল প্রভু পক্ষ সেত দুঃখিনী।
প্রভুবিনে অঙ্গ দহে সয়না বিরহিনী, যেমন জ্বলন্ত আগুনি।
বিরহের কামবাণে প্রাণ ত্যজিমু রমণী।
কটাক্ষেতে হেরিয়া বন্ধু হরিয়া নিল প্রাণী, মোরে মাইলে নয়ান বাণ।
বিরহিনীর হুঙ্কারেতে ভোলে পাষাণ মেদিনী।
শিতালং ফকিরে কহে বিরহের জ্বালা, কোথায় রইলে চিকন কালা।
হুংকারেতে মধুমিলে দান দেহ প্রাণ রবগনি।