প্রেমে ঢল ঢল নয়ন -কমল
প্রেমময়ী ধনী রাই।
শ্যাম-নাম-মালা জপিতে জপিতে
আনন্দে চলে তথাই।।
রাই বলে শুন — “রসিয়া বড়াই
কত দূর মধুপুর।
নয়ান ভরিয়া তারে দেখি গিয়া
তবে মনোরথ পূর।।”
হাসিয়া বড়াই কহিছে দড়াই
“ও পারে তোমার কাজ।
তোমার কারণে বসি দান ছলে
আছয়ে রসিক-রাজ।।”
ক্ষণে বলে রাধা ক্ষণে করে বাধা
“তা সনে কিসের কাজ।
কেবা জানে তারে দানী বসিয়াছে
এই রাজপথ-মাঝ।।
আমরা কংসের যোগানী হইয়ে
তারে বা কিসের কাজ।
চণ্ডীদাস বলে— “গিয়ে মিল রাধে
সে হরি রসিকবর।।”