প্রেম দিয়া নিলায়নি ত্যেজিয়া রে বন্ধু কালিয়া, হায়রে, জানি না বন্ধু কি দোষ লাগিয়া। ধু।
তোর লাগি কুল মান গেল জগতে কলঙ্ক রইল, গো হায়রে, তাপিনীরে নিলায়নি বধিয়া,
প্রেম করি হইলে ছাড়া, পুরুষ নাই নারীর জোড়া গো হায়রে, প্রাণ থাকিতে জীবনেতে মরা রে বন্ধু ।
শিশুর হাতে দিয়া কলা বাড়াইলায় পিরিতে জ্বালা, গো হায়রে, কাড়ি নিয়া বধিলায় অবলা বন্ধু।
প্রেম পিয়াছে দেহা জ্বলে, দরদ নাই তোর পাষাণ দিলে, গো হায়রে, একবার আসি না লইলায় কোলে রে বন্ধু।
ভব নদীর কুলেতে বইয়া মানব জনম গেল গইয়া গো, ও পাগল আরকুম বলে না চাইলায় ফিরিয়া রে বন্ধু।