প্রেমক অঙ্কুর জাত আত ভেল
ন ভেল জুগল পলাসা।
প্রতিপদ চাঁদ উদয় জৈসে জামিনী
সুখ-লব ভৈ গেল নিরাসা।।
সখি হে অব মোহে নিঠুর মধাই
অবধি রহল বিসরাই।।
কে জানে চাঁদ চকোরিনী বঞ্চব
মাধবি মুধপ সুজান।
অনুভবি কানু পিরীতি অনুমানিএ
বিঘটিত বিহি নিরমান।।
পাপ পরান আন নহি জানত
কাহ্ন কাহ্ন করি ঝুর।
বিদ্যাপতি কহ নিকরুন মাধব
গোবিন্দ দাস রস পূর।।