বঁধু, কি আর ঘরের সাধ।
হেদে গো সজনি কহ মোর বাণী
এ সুখে হইল বাদ।।
যে জন ব্যথিত সে জন নৈরাশ
মনে না পূরল সাধ।।
কাষ্ঠের পুতলি রহে সারি সারি
চাহিয়া নাগর পানে।
যেন সে চাঁদের রসের লাগিয়া
চকোর থাকয়ে ধ্যানে।।
তেমতি নাগরী রসের গাগরি
মুগধ তাহাতে বড়ি।
যেন বা ক আশে ধনের লালসে
তৈছন গোপের নারী।।
যেন মেঘবর চাতক অবশ
করিতে রসেরি পান।
শফরী-জীবন যেন জল বিন
সে জন কুলেতে যান।।
* * * * *
* * *
সুধামাখে যেন করে আন চান
চণ্ডীদাস কহে তবে।।