“বঁধু ,তুমি বড় কঠিন পরাণ।
ইবে মোরা জানি অনুমান।।
কেনে তুমি বিরস বদন।”
কহে যত গোপ-সখীগণ।।
“ওহে তুমি বিদগধ রায়।
মো সভারে হেন না জুয়ায়।।
স্ত্রী-বধ-পাতকী ভয় লাগে।।
মরিল সকলে তব আগে।।
দাণ্ডাইয়া দেখহ আপনে ।
হয় নয় বুঝি নিজ মনে।।
একে একে ব্রজের রমণী।
হেঁট মাথে খুটএ ধরণী।।
পাসরিলে সে সব পীরিতি।
পরিণামে হেন কর গতি।।
তুয়া বিনে আর কেবা আছে।
আমরা দাঁড়াব কার কাছে।।”
চণ্ডীদাস কহে হেন ভালি।
সুখে রসে কর রাসকেলি।।