“বঁধু , উলটি কহত এক বোল।
নিশ্চয় মথুরা যাবে কিনা পারা
দয়া কি নাহিক তোর।।
হৃদয় কঠিন যেমন পাষাণ
তার কি আছয়ে মোহ।
তোমার কারণে এত পরমাদ
তেজিল আনন্দগৃহ।।
কুবচন বোল তোমার কারণে
চন্দন করিয়া নিল।
পাড়ার পড়সি আপন রহসি
তার পরিহার দিল।।
যে বোলে সে শ্যাম- পরসঙ্গ কথা
তাহারে বাসি যে ভাল ।
শ্যাম-নাম নিতে যে করে নিষেধ
তার তেয়াগল দিল।।
আপন যে জন তারে কৈল পর
পরেরে করিল ঘর।
তোমার কারণে এত পরমাদ
শুনেহ মুরলিধর।।
অনেক যাতনা গুরুর গঞ্জনা
তাহা না কহিব কত।
পরিবাদ বলে তোমার ঘোষণা
তাহা না কহিল যত।।”
চণ্ডীদাস বলে– “শুন বিনোদিনি,
বড় পরমাদ দেখি।
তুমি না হইও নিঠুরহি পনা
বিমুখ ও রাঙ্গা আঁখি।।”