লাহুলে বসতি করে নিকুঞ্জ মন্দিরে। রাধার মন শান্ত রৈছে বন্ধুয়ার ঘরে।।
নিকুঞ্জ মন্দিরে ঘর করি পরকাশ। তোমার পদ দেখিবারে মনে অভিলাষ।
মনে আশারাখি বন্ধু তোমারে দেখিবার। অনাথজানিয়া মোরে দেখাও দীদার।।
দীদারে দরশন মিলে দীদারে সকল।। তুমি বন্ধু দেখিবারে হৈলু বিফল।।
তুমি বন্ধু দেখিবারে হৈলু লাহুল।। রাইতে দিনে ঝুলে আঙ্খী বন্ধু আইস কোল।।
নিকুঞ্জ মন্দিরে ঘর দরজা নাই তার। ক্ষণে আয় ঘরের ভিতর ক্ষণে হয় বার।।
আউতি যাউতি করি কানু হয় ঘরের বার। রাধা বলে পরাণ বন্ধু মুররী বাজার।।
ছৈয়দ শাহনূরে কয় যদি দেখা হয়। তুমি কালার জুনারের তলেরাখ দয়াময়।।