বধু, এ বোল না বল মোরে।
না দেখিলে মুখ হয় জত দুখ
কে আছে কহিব কারে।।
ঘর নহে ঘর সব বাসি পর
জখন না থাক কাছে।
পরম লালস চিত ব্যাকুল
পুন পুন জাই নাছে।।
দাণ্ডাইএ থাকি জদি বা না দেখি
মনের দুখেতে মরি।
না জানি কি খেনে হল্য দরসনে
তিলে পাসরিতে নারি।।
উরে করাঘাত কহিব সভারে
তুমি মোর প্রাণপতি।
জারে না দেখিলে না রহে পরাণ
সেই তার কুলজাতি।।
জাউক কুরব দেসে দেসে সব
তাহে মু বান্ধিলু বুক।
চণ্ডিদাস বলে এমত না হলে
পিরিতি কেমন সুখ।।