বনদেবী নহি আমি নন্দের তনয়।
শ্যাম নাগর বলি মোর নাম হয়।।
রাধার দরশন লাগি আসিয়াছি এথা।।
কি লাগি যে বল মোরে বনের দেবতা।
এই মোর নন্দসুত সখি যার সনে।
ছলিতে আমারে বুঝি এসেছ এখানে।।
অনুসরে বিজয় কহে বনদেবা।
নন্দের নন্দন সে আমরা করি সেবা।।
সখির বচন শুনি বিমন হইয়ে।
চমকিত হয়ে শ্যাম রহি দাঁড়াইয়ে।।
সখির বচন শনি ইঙ্গিতে ললিতা।
ধরেছে তোমার বেশ বৃষভানু-সুতা।।
বুঝিলা নাগর শ্যাম কপট রাধার।
গোবিন্দদাস কহে কিশোরি তোমার।।