বনমালী শ্যাম তোমার মুররী জগপ্রাণ। ধু
শুনি মুররীর ধ্বনি, ভ্রম জাএ দেব মুনি, ত্রিভুবন হয়ে জর জর।
কুলবতী যত নারী, গৃহবাস দিল ছাড়ি, শুনিআ দারুণি বংশী স্বর।
জাতি ধর্ম কুলনীতি, তেজিব দুর্লভ পতি, নিত্য শুনে মুররীর গীত।
বংশী হেন শক্তি ধরে, তনু রাখি প্রাণি হরে, বংশী মূলে জগতের চিত।
জে শুনে তোমার বংশী, সে বড় দেবের অংশী, প্রচারি কহিতে বাসি ভয়।
গৃহবাস কিবা সাধ, বংশী মোর প্রাণনাথ, গুরুপদে আলি রাজা কয়।