বন্ধুরে কহিয় মোর কথা।
আনলে পশিব যদি না আইসে এথা।।
মরণঅধিক ভেল এ ছার জীবন।
তোমা বিনু দগ্ধ যেন দাবানলে বন।।
নহেতু কহয়ে যদি এ দুখ এড়াই।
সোঙরিয়া চাঁদমুখ তবে মরি যাই।।
জ্ঞানদাস কহে দুখ না কর ভাবন।
নিচয়ে মিলব জান তোমার প্রাণধন।।
বন্ধুরে কহিয় মোর কথা।
আনলে পশিব যদি না আইসে এথা।।
মরণঅধিক ভেল এ ছার জীবন।
তোমা বিনু দগ্ধ যেন দাবানলে বন।।
নহেতু কহয়ে যদি এ দুখ এড়াই।
সোঙরিয়া চাঁদমুখ তবে মরি যাই।।
জ্ঞানদাস কহে দুখ না কর ভাবন।
নিচয়ে মিলব জান তোমার প্রাণধন।।