বন্ধুরে স্বপনে যদি পাই, চরণ শিয়রে রাখি হৃদয়ে বসাই।
বন্ধুর বিরহে দেহা পুড়িয়া হইল ছাই। পাইলে তারে হেরে রূপ হৃদয়ে বসাই।।
অন্বেষণ করি মুইরে বন্ধুরে যদি পাই। একাসনে ভর করিয়া ভজনে দাঁড়াই।।
মনের অভিলাষরে বন্ধু বসিয়া রূপ চাই। সম মুণ্ড চরণখানি নয়নে লাগাই।।
গলেতে প্রেমেরডুরি বন্ধুরে দুয়ারে দাঁড়াই। যোগী রূপ ধরনেতে ফিরি ঠাই ঠাই।।
মুখেতে কলঙ্করে বন্ধু দুয়ারে দাঁড়াই। প্রেম ভিক্ষা কর দান রূপের গোসাই।।
আসনে বসিয়া আমি যদি পাই নিতাই। পদে ধরি যুগল চরণ যৌবন লুটাই।।
ব্রজপুর মথুরায় তরে চাইল ঠাই ঠাই। বৃন্দাবন কুঞ্জ ছাড়ি না পাইলাম কানাই।।
নিরল আসনে বসি বন্ধুরে যদি পাই, বিরহের আনল মোর বন্ধুরে দেখাই।।
শিতালং ফকিরে কহে বন্ধুরে যদি পাই, পদযুগে দাঁড়াই তার চরণ ঢুলাই।।