বন্ধু এনা ছাঁদে কেনা বাঁধে চুল।
তোমার চূড়ার মজাইলে জাতি কুল।।
(এই ত চন্দনের ফোঁটা কেবা নাহি পরে।
তোমার কপাল গুণে ঝলমল করে।।)
কেবা নাহি পরে বনমালা।
(তোমার) মালায় এতেক কেনে জ্বালা।।
কেনা থাকে ত্রিভঙ্গী হইয়া।
প্রাণ কাঁদে এরূপ দেখিয়া।।
কেবা বা এতেক জানে কলা।
যাহা দেখি ভুলয়ে অবলা।।
কেবা নাহি কহে কথা খানি।
(তোমার) চাঁদমুখে সুধা খসে জানি।।
কেবা নাহি ধরে রূপ কালা।
তোমার রূপে ভুবন করিয়াছে আলা।।
তোমা বিনে মনে নাহি লয়।
জ্ঞান কহে এই ভাল হয়।।