বন্ধু এমনি হইলে কেন তুমি।
ডাকে না ফিরিয়া চাও, মুখানি নামায়া যাও,
না জানি কি দোষ কৈলাম আমি।।
এত যদি জান শ্যাম, অভাগীরে হল্যে বাম
তবে কেন কৈলে প্রেমখানি ।
প্রেমেতে ভিজায়া মোরে, প্রেমে কৈলে জরজরে
এখন পরাণে টানাটানি।।
যখনি আমার লাগি, কদম্বে রহিতে জাগি
তৃষ্ণা পেলে নাহি পিতে পাণি।
সে বন্ধু এমন কেনে, না চাইল নয়ানের কোণে
অব দোষ ক্ষেম নাথ, অভাগীরে কর সাথ
জ্ঞানদাসের রাখহ পরাণি।।