বন্ধু সে রসিক বটে নহে তো চতুর।
মুরলীতে করি গান জানাইল গোকুল।।
একই নগরে বসি আমি রাজার ঝি।
কেবা কি বলিতে পারে যোগ্যতা বা কী।।
আশে পাশে পাড়ার লোকে বোলে মুখে মুখে।
কাহারে কহিব সখি মৈলাম মনদুখে।।
তোমরাও তো জান হেইগো বিষম আমার ঘর।
পরের রমণী বল্যা নাহি তার ডর।।
ঘাটে মাঠে লৈয়া নাম বাড়াইল জ্বালা।
লোচন বলে বোধ কি তার রাখাল গোয়ালা।।