“বন্ধু কানাই, তুমি বড়ি কঠিন পরাণ।
যে জন তোমারে ভজে তারে ছাড় কোন কাজে
ইহা নহে বিধির বিধান।।
কেবোল তোমার ধ্যান মনে নাহি লাগে আন
পাঁজর ঝাঝর সম কায়।
দেখিল এমন কাজ পড়িয়া ধরনি মাঝ
পিয়া বলি ধুলায় লোটায়।।
মালতি লতার তলে বসি গিঞা কুতূহলে
করিতে আছিল কিছু গান।
হেনক সময় কালে আমারে কপট বলে
কুবচনে বিধির বিধান।।
‘এখানেতে বসি কেনে দগধ আমার প্রাণে
এখানে হইতে উড়ি গিয়া।
মথুরাতে যাহ তুমি জেখানেতে গুণমণি
গান কর যেনে শুনে পিয়া।।”
অতি বিরহিনি রাই কহিল তোমার ঠাই
দেখিলাঙ কহিলে কি হয়।
মুখে অতি খিনবানি হেলিঞা পড়য়ে জানি
দেখি যেনে জীবন সংসয়।।”
পিকের বচন শুনি হেঠ মাথে জদুমনি
পুরূব পড়িঞা দেল মনে।
কহে চণ্ডীদাস তায় কহিয় কমল-পায়
দেখা দিয়া রাখহ পরাণে।।