বন্ধু তোমার কথায় বিকাইলাম আমি।
প্রেম দঢ়াইতে কবজ চাহিলাম
নফর হইলে তুমি।।
তুমি রসময় সরল হৃদয়
নিছনি লইঞা মরি।।
ও চান্দ-মুখের বচন শুনিঞা
পরাণ ধরিতে নারি।।
আমি বলাহক তুমি সে চাতক
বুঝিঞা ভাঙ্গিল ধান্দা।
দুখ দূরে গেল এত দিনে হল্য
পরাণে পরাণে বান্ধা।।
আমরা সকল অবলা অখল
তোমারে সোঁপিলুঁ দেহ।
দীনবন্ধু ভণে জীবনে মরণে
তুমি না ছাড়িহ লেহ।।