বন্ধু নিরুদ্দেশ, প্রাণধন বন্ধু রইলায় কোন দেশ।
সন্ধ্যায় জ্বালাইয়া বাতি পোহাইলাম সারারাতি আইস বন্ধু প্রিয় প্রেম ধন।
তোর নাম লইয়া ঝুরি যুগল নয়নে বারি বহে মোর ধারা বরিষণ।
হৃদয়েতে দহে মোর কৃপা যদি হয় তোর প্রেমভাবে দোষ ক্ষমা কর।
বিরহেতে অঙ্গ দহে প্রাণে মোর নাহি সহে ডাকি বন্ধু রূপের সাগর।
নিশি গত হইয়া যায় আইস বন্ধু শ্যামরায় বইস আসি নয়ানেতে মোর।
যদি আইস মোর ঘর যিনি শশী দিবাকর অন্ধকার হইব পসর।
যদি প্রেম থাকে মনে আইস মোর নিকেতনে আসিয়া দেখাও চাঁদ মুখ।
প্রভাত হইয়া যায় কোকিলায় পঞ্চম গায় জাগিয়া উঠিবে সর্বলোক।
মারুত ঘোড়ায় চড়ি আইস যাও ঘড়ি ঘড়ি ঊর্ধ্বে পাতালে কর খেলা।
আইস বন্ধু প্রেমধন দেও মোরে দরশন মদনে নিবাও প্রেম জ্বালা।
ডাকি আমি অপরাধী তোর প্রেম হয় যদি দরশন দেও আসি মোরে।
শিতালং ফকিরে কহে কামানলে অঙ্গ দহে প্রেম ভাবে আইস মোর ঘরে।