বন্ধের সঙ্গিনী হইয়া মুই না লইলু ছায়া, বন্ধু বিনে নিষ্ফলন্ত কায়া।
কি দোষে ছাড়িয়া গেলে অঙ্গেতে আনল জ্বলে, অন্তরে দগধে মোর হিয়া।
চিকণ কালিয়া চান্দে ঠেকাইল প্রেম ফান্দে, ছাড়ি গেল উদাসী করিয়া।
নিদয়া নিষ্ঠুর তুই অন্ধকারে বসি মুই, ডাকি বন্ধু আকুলিত হৈয়া।
অন্বেষণ করি তরে চলি যাইমু দেশান্তরে যথা পাইমু শ্যাম বিনোদিয়া।
প্রাণবন্ধু রসিয়া নিকুঞ্জতে বসিয়া আনন্দে বিয়াজ করে মোর মন।
হৃদয়েতে আইস বন্ধু, যেন প্রকাশিত ইন্দু, প্রেমভাবে দেও দরশন।
বন্ধুবিনে প্রেমশোকে খেদঙ্গ হানিল বুকে প্রেমানল উঠিল জ্বলিয়া।
বিরহেতে অঙ্গ দহে প্রাণে মোর নাহি সহে কর্মদোষে না চাও ফিরিয়া।
তোর প্রেমে জ্বলে হিয়া, যাও মোরে দেখা দিয়া কর্মনাশি অনিষ্ট জানিয়া।
যদি আইস মোর ঘরে, দুঃখ মোর যাইব দূরে, শীতল হইব মোর হিয়া।
শিতালং ফকিরে কহে বন্ধু বিনে অঙ্গ দহে বিরহেতে মরিমু ঝুরিয়া।
তুই বন্ধু আসিবে যবে সুগন্ধি প্রকাশ হবে, পাপ মোর যাইবে বিনাশিয়া।