বরিহা চন্দ্র চিকুরে নব মালতি
মল্লিকা মধুকরবৃন্দে।
কত কত বিবিধ কুসুম পরিপাটিত
রাজিত কলিকা কুন্দে।।
সজনি সুন্দর শ্যাম কিশোর।
অরুণায়ত আঁখি লহু অবলোকনে
হিয়া জুড়ায়ল মোর ।।ধ্রু।।
চন্দন চন্দ ভালে ভালি রঞ্জিত
তরুণীনয়ানপরাণ।
কুঞ্চিত অধরে মন্দ মৃদু বাজত
মুরলী মধুরিম তান।।
শ্রুতি মণিকুণ্ডল- কিরণ মনোহর
মণিভূখন প্রতি অঙ্গে।
জ্ঞানদাস কহ চিত থির না রহ
হেরইতে তনু তিরিভঙ্গে।।