বনমালী, কি হেতু রাধারে ভাব ভিন।
তোমার প্রেমের ঘায়, দগধে জীবন কায়, নিত্য রাধা মদন অধীন।। ধু
কি সাধ জীবনের অতি, ঘরে নাই প্রাণপতি, হৃদে মোর মদন প্রবল।
পদ্মাপতি সুত বাণে, ধৈরয না লয় মনে, প্রজ্বলিত বিরহ আনল।।
তেজিয়া কপট মায়া, শ্যামপদে দেও ছায়া, রাধা প্রেমদুঃখের তরাসী।
ক্ষম অপরাধ নাথ, পূর্ণ কর মন সাধ জনমে জনমে হৈলুম দাসী।।
গাহে আলিরাজা হীনে, রাধা সম ত্রিভুবনে, প্রেম ভক্তি নাহি দেব মুনি।
জীব যত পরী নর, এক নহে সমশ্বর, কুল ভক্ত রাধার নিছনি।।