বলনা-সখি যাহার মনেতে যে।
কানুরে সঁপিয়াছি আপনার দে।।
চাঁদ জিনিয়া মুখের বলনি।
জড় জড় কৈল মোর হিয়ার পুতলি।।
এমন পামর দেশে বৈসে কোন জনা।
যা বিনে না রহে প্রাণ তারে করে মানা।।
জ্ঞানদাস কহে বুঝিনু সকলি।
জাতি কুল শীল দিনু কানুর পায়ে ডালি ।।