বলরাম রে আমার গোপাল ত আইল না রে।
ওরে দিন গিয়া রাত্রি হইল মায়ের প্রাণী ঝুরে।।
অস্ত গেল দিনমণি রাখাল আইল ঘরে।
ওরে কত কথা জাগে মার অন্তরে রে।।
আর কি প্রাণে ধৈর্য মানে ফিরি ঘরে বারে। ওরে ধবলী কবলী আইল ফিরে রে।।
মায়ের নিষেধ না শুনিয়া ধেনু চরাইবারে।
ওরে গেল বাচা নীলমণি আইল না আর ফিরে
পরাণের নিধি আমার বুক শূন্য করে।
ওরে বুঝি না পড়িয়াছে যাদু দারুণ কংসের চরে।।
রিয়াছত বলে মায়ের মনে ধৈর্য কেমনে ধরে
ওরে মণিহারা ফণীর মত কেঁদে কেঁদে মরে রে।।