বহু দিন সাধ আছে হে হরি।
বাজাইতে মোহন মুরলী।।
মম বাসভুষা লহ তুমি।
তো ভূষণ দেহ গুণমণি।।
তুমি লেহ মোর নীল সাড়ী।
তব পীতধড়া দেহ পরি।।
মোর গজমতি হার লেহ।
গুঞ্জমালা মোরে দেহ।।
দেহ মোরে চূড়াটি বাঁধিয়া ।
করবী বন্ধন এলাইয়া।।
তুমি লেহ সিন্দূর কপালে।
আমার চন্দন দেহ ভালে।।
শুনিয়া কহয়ে বংশীধারী।
শুন শুন ওহে প্রাণেশ্বরী।।
এস করি বেশ বিরচন।
জ্ঞানদাস আনন্দে মগন।।