বসিয়া রাখালগণ বেণু দিল মুখে।
বাজাতে লাগিল বেণু মনের কৌতুকে।।
একে সে যমুনাতীর তাহে বেণুধ্বনি।
বেণু রবে ধেনু সব ফিরিছে আপনি।।
বেণু রবে ফিরে সব পথ নাহি পায়।
চঞ্চল নয়নে ধেনু চাঁদমুখ চায়।।
বেণু রবে যমুনা হারাইল সম্বিত।
স্থাবর জঙ্গম আদি হইল মূর্চ্ছিত।।
বেণু রবে ত্রিভূবন হইল মোহিত।
সবে মাত্র যাদবেন্দ্র রহিল বঞ্চিত।।