বাম পদ বাড়াইল নারীর স্বভাবে।
দাঁড়াইয়া বৃন্দাদেবী চেয়ে দেখে তবে।।
রাধার নিকটে যান বীণা বগলেতে।
রাধে রাধে বলি গান করিতে করিতে।।
একে তো সুতান তাথে রাধা নাম শুনি।
কর্ণ-তৃষ্ণা ক্ষোভ করে জুড়ায় পরাণি।।
বীণার সুতান শুনি রহে নিল চিত।
দেখি সখি রাই পাশে কহেন তুরিত।।
ললিতা আসিয়া বলেন শুন ওগো রাই।
কি অপূর্ব্ব বীণা এমন শুনি নাই।।
কোথা হইতে বিদেশিনী আইল এক জন।
বীণার সুতান শুনি জুড়াইল মন।।
রাধা বলে আন গিয়ে আমার নিকটে।
বীণাযন্ত্রে গান করে সে কেমন বটে।।
শুনিয়া বোনের কথা ললিতা চলিল।
গোবিন্দদাসের মনে আনন্দে বাড়িল।।