বাসক গেহ গমন শুনি শ্যামর
দেয়ই বেণু-নিসান।
তিন মঝু গমন বিলম্বহি সো ধনি
কলপ-কোটি অনুমান।।
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন যুবতি প্রাণধন
তাহারি পরাণ সম জাগ।।
তছু প্রেমে আকুল মৌলি বকুলফুল
আভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি
উপনিত ভেল যাঁহা নারি।।
দেখি ধনি নাগর আনন্দ-সাগর
সফল দেহ করি মান।।
জীবন যৌবন বাস-গেহ পুন
যো কিছু আপন বিতান।।
আনন্দ-সায়রে নিমগন সখিগণ
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ সিন্ধু বিন্দু পরশ লাগি
যাচে রাধামোহন দাস।।