বাহিরিল শ্যাম নাগর রাধা নাম স্মরি।
স-ধীরে গমন করে বামেতে বাঁশরী।।
ইতি উচি চাহে শ্যাম কোই নাহি আর ।
বৃন্দা বিপিনেতে চলে সে নাগরবর।।
যাইতে যাইতে পথে চিন্তে নীলমণি।
কুখানে ভেটিব আমার রাই বিনোদিনী।।
আমাকে চাহিঞা বসিথিবে রসময়ী।
অতেক ভাবিয়া নাগর সত্বরে চলই।
মদনের কুঞ্জে তবে সঙ্কেতের স্থান।
তথা প্রবেশিল গিঞা মুরলী-বদন।।
দেখিল নাগর-রায় ধনী নাই আর।
বিরসিত মন হঞা বলে পালঙ্কের ।।
বিচারয়ে অখনে আসিবে গুণমণি।
চণ্ডীদাস বলে নাগর না কর ভাবনি।।